"বর্তমান ইউরোপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহিস সালামের প্রজ্ঞা অনুধাবন করতে শুরু করেছে। তার দ্বীনের প্রতি আকৃষ্ট হতে লেগেছে। ইহা মধ্যযুগে ইউরোপের আরজীবদের দেয়া অভিযোগ থেকে ইসলামী আক্বীদাকে মুক্ত করতে শুরু করেছে। মুহাম্মদের দ্বীন যা নিরাপত্তা ও শান্তির উপর প্রতিষ্ঠিত ইহাই এক সময় ইউরোপের রাষ্ট্র ব্যবস্থা হবে। নানা দ্বিধা, সমস্যা ও সংকটের সমাধানে ইহার উপরই নির্ভর করবে"।