- অন্তরকে বন্দী করে
"বিশ্বের নানা ধর্ম সম্পর্কে অধ্যয়নের পরে আমি এ ফলাফলে উপনীত হয়েছি যে, ইসলামই একমাত্র ধর্ম যা তার বিশ্বাসী ও অবিশ্বাসী সকলের মাঝেই সমানভাবে প্রভাব ফেলে। ইসলামের সবচেয়ে বড় গুন হলো ইহা মানুষের অন্তরকে স্বয়ংক্রিয়ভাবে আটক করে দেয়। এজন্যই ইসলামে এক ধরণের আশ্চর্যকর যাদু ও আকর্ষণ দেখতে পাবে, যা বিকশিত জ্ঞানের অধিকারী অমুসলিমকে আকর্ষণ করে"।