ইহাই একমাত্র পথ

ইহাই একমাত্র পথ

ইহাই একমাত্র পথ

মানবের সুখ শান্তির একমাত্র পথ

$Mary_Oliver.jpg*

মেরি অলিভার

মার্কিন মহিলা কবি
অন্তরকে বন্দী করে
“বিশ্বের নানা ধর্ম সম্পর্কে অধ্যয়নের পরে আমি এ ফলাফলে উপনীত হয়েছি যে, ইসলামই একমাত্র ধর্ম যা তার বিশ্বাসী ও অবিশ্বাসী সকলের মাঝেই সমানভাবে প্রভাব ফেলে। ইসলামের সবচেয়ে বড় গুন হলো ইহা মানুষের অন্তরকে স্বয়ংক্রিয়ভাবে আটক করে দেয়। এজন্যই ইসলামে এক ধরণের আশ্চর্যকর যাদু ও আকর্ষণ দেখতে পাবে, যা বিকশিত জ্ঞানের অধিকারী অমুসলিমকে আকর্ষণ করে”।

এ পথ প্রত্যেক বিবেকবানই চিনে যদিও প্রকাশ্যে অস্বীকার করে। সে জানে ইহাই চিরস্থায়ী শান্তির পথ। মূসা (আঃ) তার নবুয়াতের মু’যিজা পেশ করার পরেও যেমনিভাবে তারা অস্বীকার করেছিল, এদের অবস্থাও তাই। আল্লাহ তায়া’লা বলেনঃ তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন, অনর্থকারীদের পরিণাম কেমন হয়েছিল? (সূরা নামলঃ ১৪)

অনেক নিরপেক্ষ নীতিবান জ্ঞানীরা -যদিও তারা ইসলাম গ্রহণ করেনি- স্বীকার করেছেন যে, সমস্ত মানবজাতির দুনিয়া ও আখেরাতের সুখ শান্তির একমাত্র পথ ইহাই।

$Dr._Murad_Hofmann.jpg*

ডঃ মুরাদ হোপম্যান

জার্মান রাষ্ট্রদূত
এ কাফেলার সাথে মিলিত হও
“যুগে যুগে স্বতঃস্ফূর্তভাবে ইসলামের প্রসার প্রচার ইহার অন্যতম বৈশিষ্ট্য। কেননা ইহা মানুষের স্বভাব সূলভ ধর্ম, যা মুহাম্মদের অন্তরে নাযিল করা হয়েছে”।

ইহাই একমাত্র পথ... নিজের বিবেকের মত প্রকাশে সাহসী প্রত্যেক ব্যাক্তিই কথ স্বীকার করেন, যদিও অনেক সংকীর্ণতা ও গোপনীয়তা থাকে। যারা নিজের স্বার্থকে বা মানুষেকে ভয় পায়না। তারা ভয় পায়না এ দ্বীন গ্রহণে কোন নতুনত্বকে বা প্রচারনাকে বা মস্তিষ্কে অংকিত পূর্বের কোন চিত্রকে। কত মানুষকেই ভীরুতা, সম্পর্কচ্ছেদ ও সামাজিক বন্ধন ছিন্ন হওয়ার ভয় এ দ্বীন গ্রহণ ও শান্তির পথ থেকে বিরত রেখেছে। আল্লাহ তায়া’লা বলেনঃ সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাক,তবে আমাকে ভয় কর। (সূরা আলে ইমরানঃ ১৭৫)

$Dr._Murad_Hofmann.jpg*

ডঃ মুরাদ হোপম্যান

জার্মান রাষ্ট্রদূত
চিরন্তন প্রকল্প
“ইসলাম হলো চিরস্থায়ী প্রকল্পের বিকল্প জীবন ব্যবস্থা, যার উপযোগীতা ও চাহিদা কখনও শেষ হবে না। কেউ একে অতীত হিসেবে ভাবলে দেখবে ইহাতে বর্তমান ও ভবিষ্যৎও রয়েছে, ইহা কোন স্থান ও কালের সীমানায় সীমাবদ্ধ নয়। অতএব, ইসলাম চিন্তা ও ফ্যাশনের কোন তরঙ্গ নয়, যার অপেক্ষা করতে হবে... মধ্যপ্রাচ্য বিশ্বকে সভ্যতার নেতৃত্ব দিলে এটা অসম্ভব মনে করা হবে না। কেননা বলা হয়ে থাকেঃ “সত্যভাত আলো প্রাচ্য থেকেই আসে”। ইহা যথার্থ উক্তি”।

ইহাই একমাত্র পথ... হ্যাঁ ইহা সুখ-সৌভাগ্যের পথ, সম্মানের পথ, রহমতের পথ, জ্ঞানের পথ, সভ্যতার পথ, সচ্চরিত্রের পথ। যদিও এ পথে কিছু পরীক্ষা আসে, তা হলো জীবনের স্বাভাবিক নিয়ম, মিথ্যাবাদী থেকে সত্যবাদী যাচাই করার জন্য। আল্লাহ তায়া’লা বলেনঃ যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। (সূরা মুলকঃ ২)

ইহাই একমাত্র পথ... এ পথেই পূর্ববর্তী সকল আম্বিয়া কিরামগণ চলেছেন, সাহাবা কিরাম ও তাদেরকে যথাযথভাবে অনুসরণকারী সমস্ত জাতি, গোত্র ও ভাষাভাষী তাবেঈনদের পথ। ইহাই অদূর ভবিষতে নেতৃত্ব দিবে। রাসুল সাল্লাল্লাহু আলাহিস সালাম বলেছেনঃ দিবস ও রজনীর ন্যায় আল্লাহ তায়া’লা এই দ্বীনকে অবশ্যই সর্বত্র পৌঁছে দিবেন। আল্লাহ তায়া’লা এমন কোন মাটির ঘর কিংবা চামড়ার তৈরি তাঁবু ঘর রাখবেন না, যেখানে এই দ্বীনকে প্রবেশ করানো হবে না, সম্মানিত ব্যক্তিদের জন্য সম্মানের পন্থায় এবং লাঞ্ছিতের জন্য লাঞ্ছনাময় পন্থায়। সম্মানিতকে আল্লাহ পাক ইসলাম গ্রহণের মাধ্যমে সম্মানিত করেন, আর লাঞ্ছিতকে কুফুরীর মাধ্যমে লাঞ্ছিত করেন”। (মুসনাদে আহমদ)। সুতরাং এ চিরস্থায়ী শান্তির পথে সম্মানিত পথিকদের সাথে চলো। ইহাই একমাত্র পথ...... ইহাই একমাত্র সফলতা... ইহাই সুখ-সৌভাগ্য, যাতে এ পথের পথিকদের অন্তর সর্বদা ডুবে থাকে। অতএব, নিজেকে বঞ্চিত করো না, নিজের উপর জুলুম করো না। সাবধান! নিজের উপর জুলুম করা থেকে বিরত থাকো, সৌভাগ্যের পথে চলো। আল্লাহ তায়া’লা বলেনঃ যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ঈমাণদার, পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত। (সূরা নাহলঃ ৯৭)

$Jeffrey_Lang.jpg*

জেফরি ল্যাং

মার্কিন গণিতবিদ
আধ্যাত্মিক শূন্যতা পূরণ
“ইহা ছিল আমার জীবনের একটি বিশেষ মুহুর্ত, যখন দেখলাম আল্লাহ তায়া’লা তাঁর প্রশস্ত জ্ঞান ও রহমতে যন্ত্রণা এবং ব্যথাদায়ক আযাব থেকে মুক্তি দিতে আমার উপর অনুগ্রহ করেছেন, আরো দেখলাম যে, আমার অন্তরে আধ্যাত্মিক শূন্যতা পূরণে বিরাট প্রস্তুতি... তখন আমি মুসলমান হই। ইসলাম গ্রহণের পূর্বে আমি জীবনে ভালবাসার অর্থ বুঝতাম না। কিন্তু আমি যখন কোরআন পড়েছি, তখন অনুভব করলাম যে, অগণিত রহমত ও ভালবাসার উচ্ছাস আমাকে আচ্ছাদিত করে রেখেছে, আমি আমার অন্তরে ভালবাসার দাবী অনুভব করতে লাগলাম। যে জিনিস আমাকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে তা হলো আল্লাহ তায়া’লার অতুলনীয় ভালবাসা”।

ইহাই হলো পথ... অতঃএব ইহাকে শক্তকরে আঁকড়িয়ে ধর। দুনিয়াতে অনাবিল সুখ, শান্তি, নিরাপত্তা ও আরামে জীবন যাপন করো। ভুলে যেওনা আল্লাহর নিকট যা আছে তা অতিউত্তম ও স্থায়ী। আখেরাতের আরাম হলো স্থায়ী আরাম। আমাদের ইলাহ আল্লাহ তায়া’লা আমাদের জন্য একটি পথই দিয়েছেন। এতে দুনিয়ার শান্তি ও আখেরাতের শান্তি। অন্যসব পথে দুনিয়ার অশান্তি ও দুর্দশা এবং আখেরাতের আযাব রয়েছে। আল্লাহ তায়া’লা বলেনঃ এবং যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান ছিলাম। (সূরা তোয়াহাঃ ১২৪-১২৫)

আল্লাহ তায়া’লা বলেনঃ আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব। (সূরা তোয়াহাঃ ১২৬)

সাবধান! হে আত্মভোলা বা স্বেচ্ছায় ভুলে যাওয়া মানুষ!! ইহাই সুখ-সৌভাগ্যের পথ। এপথই আঁকড়িয়ে ধর।

শুরু ও শেষ পথ

$Donald_Rockwell.jpg*

ডোনাল্ড রকুয়েল

মার্কিন কবি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
“আমি যখন আল্লাহ পাককে জানলাম, তাঁর উপর ঈমান আনলাম। ইসলাম বলে, আল্লাহ তায়া’লা তোমার ঘাড়ের মূল রগ থেকেও অধিক নিকটে, তাহলে তোমার ও স্রষ্টার মাঝে কোন মাধ্যমের দরকার নেই। কোন পুরোহিতের প্রয়োজন নেই যার কাছে তুমি ভুল স্বীকার করবা এবং সে তোমার তাওবা গ্রহণ করবেন, অথবা কোন প্রতিমূর্তিরও দরকার নেই যা ছাড়া ইবাদত করা যায় না”।

ইহাই একমাত্র পথ.... এ পথ চলতে শুরু করে অন্তরে আল্লাহর একত্ববাদ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা স্বীকৃতি এবং সমস্ত নবী রাসুলদের উপর ঈমান নিয়ে, আর শেষ হয় পরকালের অনাবিল শান্তি লাভের মাধ্যমে। শুরু হয় কালেমায়ে শাহাদাতের মাধ্যমে, তা হলোঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মদার রাসুলুল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল। ইহা শেষ হয় জান্নাতে আল্লাহ তায়া’লার দর্শন ও রাসুলের সান্নিধ্য লাভের সৌভাগ্যের মধ্য দিয়ে। অতএব এখুনি বলোঃ”আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মদার রাসুলুল্লাল্লাহ”। সুখী জীবন যাপন কর, আর সুখী হয়ে মৃত্যুবরণ কর। জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত কবরে সুখী হয়ে থাক। ইহাই একমাত্র পথ। তুমি যদি এ পথে না চল, তবে মনে রেখো, রাসুলের শুধু পৌঁছানোই দায়িত্ব। আল্লাহ তায়া’লা বলেনঃ তথাপি যদি তোমরা মুখ ফেরাও, তবে আমি তোমাদেরকে তা পৌছিয়েছি যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে; আর আমার পালনকর্তা অন্য কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তাঁর কিছুই বিগড়াতে পারবে না; নিশ্চয়ই আমার পরওয়ারদেগারই প্রতিটি বস্তুর হেফাজতকারী। (সূরা হুদঃ ৫৭)দ্দেশ্য




Tags: