"সাধারণ ভাবে ধর্মের ইতিহাস এবং বিশেষ ভাবে একত্ববাদের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে, এক আল্লাহর প্রতি ঈমানই হল জগত ও মানবতার উৎস এবং এ দুটি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে সব প্রশ্নের সন্তোষ জনক উত্তর। সুতরাং এক আল্লাহ ছাড়া মানব জীবনের অন্য কোন উদ্দেশ্য হতে পারে না। সচেতন ভাবে হোক কিংবা অসচেতন ভাবে মানুষের মাঝে সব ধর্মের গন্তব্য হল, এক ইলাহের প্রতি বিশ্বাস।"