"আমি যখন আল্লাহ পাককে জানলাম, তাঁর উপর ঈমান আনলাম। ইসলাম বলে, আল্লাহ তায়া'লা তোমার ঘাড়ের মূল রগ থেকেও অধিক নিকটে, তাহলে তোমার ও স্রষ্টার মাঝে কোন মাধ্যমের দরকার নেই। কোন পুরোহিতের প্রয়োজন নেই যার কাছে তুমি ভুল স্বীকার করবা এবং সে তোমার তাওবা গ্রহণ করবেন, অথবা কোন প্রতিমূর্তিরও দরকার নেই যা ছাড়া ইবাদত করা যায় না"।