এই যে সাধারণ লোকটি মানুষকে অনুগত্যের ডাক দিচ্ছে রাজা বাদশাদেরকে তারা তার দূতের চিঠি হতে নিয়ে মনে হয় হতভম্ব হয়েছিল। কিন্তু এই চিঠি প্রেরণ আমাদের সামনে একটি পরিষ্কার চিত্র তুলে ধরে নিজের প্রতি ও রিসালাতের প্রতি মুহাম্মদের বিশ্বাস সম্পর্কে। এই আস্থা ও বিশ্বাসের মাধ্যমে মুহাম্মদ (সঃ) তার অনুসারীদের মাঝে শক্তি, মর্যাদাবোধ ও রক্ষনশীলতা জাগিয়ে তুলতে পেরেছিলেন। তাদেরকে তিনি মরুবাসী থেকে সে সময়ের অর্ধ জাহানের নেতায় পরিণত করেছিলেন। মুহাম্মদ (সঃ) তার ওফাতের অগেই বিচ্ছিন্ন আরব গোত্র সমূহকে শক্তিশালী মর্যাদাশীল একটি জাতীতে পরিণত করেছিলেন ।