"আমি তাকে পথভ্রষ্ট বনী ইসরাঈলের চারণভূমিতে পাঠিয়েছি। যখন তিনি ইহুদীদেরকে আহবান করার জন্য তাদের মধ্য থেকে বার জনকে নির্বাচিত করলেন, তখন তাদেরকে এ বলে উপদেশ দিলেনঃ তোমরা অন্য জাতির পথে চলবেনা। সামেরীদের শহরে প্রবেশ করবেনা। বরং তোমরা এ উপত্যকা দিয়ে পথহারা বনী ইসরাঈলের চারণভূমিতে যাও"।