মুহাম্মদের নবুয়াতের রিসালাত

মুহাম্মদের নবুয়াতের রিসালাত

মুহাম্মদ (সঃ) আরব সমাজে দুটি জিনিস রক্ষার্থে তার রেসালত প্রতিষ্ঠিত করতে গিয়ে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সে দুটি হল, ধর্মীয় চিন্তায় ওয়াহদানিয়াত (একত্ববাদ) এবং আইন, ও শাসন ব্যবস্থা। আর তা বাস্তবায়িত হয়েছিল ইসলামের সুব্যাপক সমাজ ব্যবস্থার সুবাদে,যা একত্ববাদ ও প্রশাসনিক ক্ষমতাকে যুগপৎভাবে সন্নিবেশিত করতে পেরেছিল । যার ফলে ইসলাম এমন প্রভাব ও প্রতাপ অর্জন করে যে, আরবকে মুর্খ জাতি থেকে সভ্য জাতীতে পরিণত করে।


Tags: