"একথা সর্বজন স্বীকৃত যে, ইসলাম মৌলিকভাবেই মানুষের অন্তরে শান্তি ছড়িয়ে দেয়। অন্যদিকে পার্থিব সভ্যতা ইহার বাহককে হতাশায় নিমজ্জিত করে। কেননা তারা কোন কিছুতেই বিশ্বাস করেনা। আরো একটি বিষয় সনাক্ত করা গেছে যে, ইউরোপীয়ানরা ইসলামের প্রকৃত স্বরূপ জানেনি, কেননা তারা ইসলামকে বস্তুগত মাপকাঠিতে বিচার করে থাকে"।