"আমি আত্মা ও দেহের সমস্যা সম্পর্কে ইসলামে পরিপূর্ণ সমাধান পেয়েছি। ফলে আমি জেনেছি, রূহের মত শরীরেরও কিছু হক রয়েছে। ইসলামের দৃষ্টিতে শারীরিক চাহিদাসমূহ স্বাভাবিক সহজাত যা নিবারন করতে হয়, যাতে মানুষ শক্তিশালী, উৎপাদনশীল ও কার্যকর হিসেবে জীবন যাপন করতে পারে। তবে ইসলাম এ সব সহজাত প্রবৃত্তি সঠিকভাবে নিবারনের ক্ষেত্রে কতিপয় মৌলিক নিয়মকানুন প্রবর্তন করেছে, এতে মনের সন্তুষ্টি ও আল্লাহ তায়া'লার আদেশ মান্য করা বাস্তবায়িত হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, ইসলামে বিবাহ হলো যৌন চাহিদা পরিতৃপ্তির একমাত্র বৈধ উপায়, এমনিভাবে নামাজ, রোজা, ইবাদত, আল্লাহর প্রতি ঈমান ইত্যাদি মানুষের আত্মিক চাহিদা পূরণের অন্যতম মাধ্যম। এভাবেই সম্মানজনক উত্তম জীবন যাপনের জন্য ভারসাম্য বাস্তবায়িত হয়"।