দাম্ভিকতা এবং ইতিহাস বিকৃতি

দাম্ভিকতা এবং   ইতিহাস বিকৃতি

মধ্যযুগে খৃষ্টানেরা মানবজাতির মাঝে উচ্চ-নিম্ন শ্রেণীতে শ্রেণীবিন্যাস করত। সিফরে কাতবীনে এ ধরণের শ্রেণী বিন্যাসের কথা উল্লেখ আছে। তারা ইহাকে নতুন স্তরে ভাগ করত। তারা বিশ্বাস করত যে, ধর্মযাজকেরা নূহ (আঃ) এর সন্তান সামের বংশধর থেকে, সেনাবাহিনী ও বীরেরা ইয়াফেসের বংশধর থেকে ও গরীব মিসকিনেরা হামের বংশধর থেকে। এমনকি ১৯৬৪ সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার সিনেটর বার্ড রবার্ট আমেরিকার রাজনীতিতে শ্রেণী বিন্যাসে নূহ (আঃ) এর উক্ত ঘটনাকে তাদের দলিল হিসেবে ব্যবহার করল।


Tags: