চিরন্তন অলৌকিক ঘটনা

চিরন্তন অলৌকিক ঘটনা
মুহাম্মদের সঃ এর আগের নবীদের মুজিযাগুলো বাস্তবে ছিল সাময়িক। পক্ষান্তরে আমরা কোরানকে বলতে পারি চিরন্তন মুজিযা। কারণ তার প্রভাব সার্বক্ষণিক ও বিরামহীন। যে কোন মুমিন সহজেই আল্লাহর কিতাব শুধু তেলাওয়াত করেই সে মুজিযা অনুধাবন করতে পারবে। এ মুজিযাতেই আমরা খুঁজে পাই ইসলাম যে বিপুল প্রসার লাভ করেছে এর গ্রহণযোগ্য কারণ। যার কারণ ইউরোপীরা জানে না। কারণ তারা কোরআন জানে না। কিংবা তারা প্রাণহীন কিছু তর্জমা থেকে কোরআন শিখে। তা ছাড়া অনুবাদে সুক্ষ্মতার অভাব তো আছেই।


Tags: