ইসলামের মহা সহজতা এসেছে নিরেট তাওহীদ থেকে। এই সহজতার মাঝেই নিহিত ইসলামের শক্তির রহস্য। অন্যান্য ধর্মে যে জটিলতা, স্ববিরোধিতা ও দূর্বোধ্যতা দেখি, ইসলাম ও তার বুঝ সে সব থেকে মুক্ত এবং সহজ। ইসলামে ইলাহ একজন এবং আল্লাহর সামনে সব মানুষ সমান এমন নীতির চেয়ে স্পষ্ট আর আর কোন নীতি নেই।