আল্লাহর সৃষ্টি

আল্লাহর সৃষ্টি
যখন প্রাচীন ডায়ক্লেশন সম্রাজ্যের অধিভুক্ত দেশসমূহ অবনতির তলানিতে এসে ঠেকেছিল সে সময় হঠাত আরব মরুতে জেগে উঠল এক প্রতি পক্ষ। তা ঐ কুঁজো বৃদ্ধ সম্রাজ্যকে দাবড়ে বেড়াল। একই ভাবে তা পাশ্চাত্যের নতুন সম্রাজ্যেরও ছিল চরম প্রতিপক্ষ। চোখের সামনে এই প্রতিপক্ষের বড়ত্ব বাড়তে লাগল। যেন আল্লাহর স্থায়ী যত্ন তার নিষ্ঠাবান বাহিনীকে জিহাদ ও স্পষ্ট বিজয়ের দিকে টেনে নিয়ে যেত। এমনকি সিরিয়া ও মিসর বিজয়ের কিছু পরে সাসানিকদের রাজত্ব ভেঙ্গে পড়ল। কনস্টান্টটাইনের মিত্ররাও সে পরিনামের হুমকির মুখে পরল।


Tags: