মানব রচিতআইনে নারী

মানব রচিতআইনে নারী

"রোমে নারী বিষয়ক গবেষণার একটি বড় সমাবেশ হয়েছিল । এতে সিদ্ধান্ত হয়, নারী এমন বস্তু যার আত্মা নেই। এই কারণে সে পরকালের জীবন লাভ করবেনা । সে অপবিত্র, তাই তার উচিত গোস্ত না খাওয়া, না হাসা, বরং তার উচিৎ কথা না বলা। এবং তার উচিৎ প্রার্থনা, উপাসনা, ও সেবার মাঝে সময় অতিবাহিত করা। সে সব থেকে তাকে বিরত রাখার জন্য তারা নারীর মুখে লোহার তালা লাগিয়েছিল। উচু থেকে নিচু সব পরিবারের নারীরাই পথে ঘাটে, সকাল সন্ধ্যা, ঘরে বাইরে তালা মুখে রেখে চলাফেরা করত। তাছাড়া শারীরিক নানা নির্যাতন তো ছিলই। কারণ, নারী হল (তাদের দৃষ্টিতে) প্ররোচনার উপকরণ। শয়তান হৃদয়কে কলুষিত করতে নারীকে ব্যবহার করে।"


Tags: