4273
আল্লাহর নবী হারুন আঃ গোবৎস নির্মাতা ও শিরকের আহ্বায়ক হতে পারেন না। নবী রাসুল গন তো আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বায়ক। যে এর ব্যতিক্রম বর্ণনা করবে সে অবশ্যই বিকৃতকারি। এমনি একটি বর্ননা হলঃ "হারুন তাদেরকে বলল, তোমাদের স্ত্রী, ছেলে মেয়েদের কানে যে সব স্বর্ণালংকার আছে সেগুলো খুলে আমার কাছে নিয়ে আস, গোটা জাতী স্বর্নালংকার খুলে হারুনের কাছে নিয়ে আসল। তিনি তাদের থেকে এসব নিয়েগলিয়ে একটি গোবৎস তৈরি করলেন। তখন তারা বলল, ইসরাইল এটাই তোমার উপাস্য যিনি মিসরের জমিন থেকে তোমাকে তুলে এনেছন। (আল খুরুজ ২-৪/৩২)