নবীদেরকে তাচ্ছিল্য করা

নবীদেরকে তাচ্ছিল্য করা

নূহ (আঃ) কৃষিকাজ করতেন। তিনি আঙ্গুরের চাষ করতেন। আঙ্গুর থেকে মাদক তৈরি করতেন, তিনি মদ খেতেন ও মাতাল হতেন। তাঁর ছোট ছেলে হাম তাঁকে ভৎসণা করত। একদা মাতাল হলে তিনি উলঙ্গ হয়ে যায়, তখন হামের অন্য দুই ভাই পিতার গায়ে চাদর দিয়ে দেন। যখন তাঁর জ্ঞান ফিরে আসে তখন হাম যা করেছে তা জানতে পেলেন, তিনি হামের সন্তান কিন’আনকে লা’নাত দেন ও বদদোয়া করেন, তিনি বললেনঃ তাঁর বংশধরেরা দাস হবে। তিনি সাম ও ইয়াফেসকে দোয়া করেন। (দশম সিহাহ) এ ঘটনার ব্যাখ্যায় তালমূদ বাবেলীতে সিনহাদ্রীন অধ্যয়ের ৭০ পৃষ্ঠায় বলা হয়েছে, কিনান বা হাম নূহ (আঃ) কে খাসী করে তাঁর সাথে খারাপ কাজ করত। আল্লাহর নবীদের ব্যাপারে এ ধরণের জঘন্য কাজের অপবাদ দেয়া থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই।


Tags: