হিন্দু স্তরবিন্যাস নিম্নরূপঃ সাদা স্তর, এতে পরিগণিত হয় ধর্ম গুরু ও পণ্ডিত বর্গ। লাল স্তর, এতে পরিগণিত হয় রাজা বাদশা ও অশ্বারোহীরা। হলুদ স্তর, এতে পরিগণিত হয়, কৃষক ও বণিকরা। কাল স্তর, এতে পরিগণিত হয়, হস্তকলা ও খুদ্র শিল্পজীবীরা। আর পঞ্চম স্তর কিংবা অচ্ছুত স্তর নামে যা পরিচিত এতে পরিগণিত হয় নিন্ম পেশাজীবীরা। উচু শ্রেণী নিচু শ্রেনীকে দাস মনে করে আর নিচু শ্রিনী উচু শ্রেণীর সেবা করে।