- আমি তোমাদের মতই এক জন মানুষ মাত্র
মুহাম্মদ আসলে এক জন ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি না হলে ইসলাম ব্যপক বিস্তৃতি লাভ করত না। তিনি নিঃসঙ্কোচে ঘোষণা করেছেন তিনি অন্যদের মত মানুষ। তার শেষ হল মৃত্যু। তিনি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা ও মার্জনা প্রার্থণা করেন। মৃত্যুর আগে তিনি যে কোন বিচ্যুতি হয়ে থাকলে তা থেকে নিজেকে পবিত্র করার জন্য মিম্বরে দাঁড়িয়ে বক্তব্য দিলেনঃ হে মানব সকল, আমি যদি কাউকে প্রহার করে থাকি তাহলে এই আমার পিঠ, প্রতিশোধ নিয়ে নাও, আর যদি কারো মাল ছিনিয়ে থাকি তাহলে আমার মাল তার মালিকানাধীন।