- সত্য খ্রিস্টান ধর্ম
যীশুর অগ্রসুসংবাদ মোতাবেক মুহাম্মদ সঃ খৃষ্টান ধর্মকে এর যে আসল বিশুদ্ধ রূপে পুনস্থাপন করতে চেয়েছিলেন, তা পোলসের ছড়ানো গোপন দীক্ষা ও বিভিন্ন খৃষ্টান পক্ষপাতী কর্তৃক অনুপ্রবেশ ঘটানো জঘন্য অনেক ভুল ভ্রান্তির পরিপন্থী। মুহাম্মদের পরম ইচ্ছা ও আকাংখা ছিল ইব্রাহীমী ধর্মের বরকত শুধু তার কাওমের জন্যই যেন সীমিত না হয়, বরং এ বরকত যেন সব মানুষকে শামিল করে। তার ধর্মের মাধ্যমেই মিলিয়ন মিলিয়ন মানুষ সুপথে আসে এবং সভ্য হয়। এ ধর্মের আবির্ভাব না হলে তারা অসভ্যতা ও মুর্খতার মাঝেই নিমজ্জিত থাকত। ইসলাম ধর্মে আচরিত এই ভ্রাতৃত্বও তাদের মাঝে সৃষ্টি হত না।