- এ কাফেলার সাথে মিলিত হও
"যুগে যুগে স্বতঃস্ফূর্তভাবে ইসলামের প্রসার প্রচার ইহার অন্যতম বৈশিষ্ট্য। কেননা ইহা মানুষের স্বভাব সূলভ ধর্ম, যা মুহাম্মদের অন্তরে নাযিল করা হয়েছে"।
- চিরন্তন প্রকল্প
"ইসলাম হলো চিরস্থায়ী প্রকল্পের বিকল্প জীবন ব্যবস্থা, যার উপযোগীতা ও চাহিদা কখনও শেষ হবে না। কেউ একে অতীত হিসেবে ভাবলে দেখবে ইহাতে বর্তমান ও ভবিষ্যৎও রয়েছে, ইহা কোন স্থান ও কালের সীমানায় সীমাবদ্ধ নয়। অতএব, ইসলাম চিন্তা ও ফ্যাশনের কোন তরঙ্গ নয়, যার অপেক্ষা করতে হবে... মধ্যপ্রাচ্য বিশ্বকে সভ্যতার নেতৃত্ব দিলে এটা অসম্ভব মনে করা হবে না। কেননা বলা হয়ে থাকেঃ "সত্যভাত আলো প্রাচ্য থেকেই আসে"। ইহা যথার্থ উক্তি"।