ব্রিশা ব্যাংকমার্ট

quotes:
  • পরিচ্ছন্ন ও সুখী সমাজ
  • যে মুসলিম সমাজ ইসলামের হুকুম-আহকাম ও শিক্ষা-দীক্ষা মেনে চলে তা একটি পরিচ্ছন্ন ও সুখী সমাজ। সেখানে কোন ধরণের অপরাধ থাকবে না।


  • কোন ক্ষুধার্ত থাকবেনা
  • "ইসলামের মত অন্য কোন ধর্ম পাইনি যা যাকাতের পরিপূর্ণ বিধান প্রণয়ন করেছে। যে সব ইসলামী সমাজ ব্যবস্থায় যাকাত উত্তোলন করা হয় তা দরিদ্রতা, অভাব ও গৃহহীনতা থেকে মুক্ত থাকে। আমি মনে করি, বিশ্বের সকলেই যদি ইসলামে দীক্ষিত হয়, তবে পৃথিবীর বুকে কোন ক্ষুধার্ত ও বঞ্চিত পাওয়া যাবে না"।


  • সম্মান ও মর্যাদার ধর্ম
  • ইসলাম শান্তি, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব, মাহাত্ব ও মর্যাদার ধর্ম। এর বিধি বিধান রীতি নীতি আদব কায়দার মাঝে তা ফুটে ওঠে। যেমন ইসলামের রোজা অন্যান্য ধর্মের রোজার মত নয়। কারণ, মানুষের দেহের চাহিদাকে এমন ভাবে দমন করা যে, দেহ কংকালসার হয়ে যাবে, যেমন ধর্ম যাজকরা করে থাকে এটা মানুষের মূল উদ্দেশ্য নয়। তাই ইসলাম দেহের চাহিদাকে পরিপাটি করেছে, সমূলে দমন করেনি । তাই ইসলামে রোজা হল, হারাম পাপাচারবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম ও ধৈর্যের উপর নফসকে অভ্যস্ত করে তোলা। গোপনে ও প্রকাশ্যে আল্লাহর মুরাকাবা করা। বঞ্চনা ও ক্ষুধার অনুভব জাগিয়ে তোলা যাতে রোজাদার বঞ্চিতদের প্রতি সহানুভূতিশীল হয়। অনুরূপ ভাবে রোজাতে আছে অতিভোজন থেকে দেহের বিশ্রাম লাভের সুযোগ। সুতরাং, রোজা মানুষের দেহ, আত্মা ও বুদ্ধির ক্ষেত্রে উপকারী এবং তা সমাজের জন্য পারস্পরিক নৈকট্য , সহযোগিতা ও ঐক্যের ক্ষেত্রে উপকারী।