স্বীয় ক্ষমতা জানুন

স্বীয় ক্ষমতা জানুন

"যদিও মানুষের কাছে তার মর্যাদা সাধারণ হোক, কাজ কর্ম স্বল্প হোক, কিন্তু তিনি– অ্যাডিসন, যিনি স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল –তার নিজেকে খুঁজে পেয়েছেন তার উদ্ভাবনের মাঝে। মানবজাতির কল্যাণে তার অবদান অপরিসীম। আসল কথা হলো তুমি নিজের সাথে নিজে সন্ধি করো, যাতে তুমি নিজে সুখী হতে পারো এবং তুমি নিজেই তোমার মর্যাদা ও দক্ষতা বুঝতে পারো"।


Tags: