"কোন ব্যক্তি যদি গভীরভাবে পাশ্চাত্য সভ্যতার মাঝে প্রবেশ করে, এর শাখা-প্রশাখা গুলো যদি সে বুঝে, তাত্ত্বিকভাবে ও ব্যবহারিকভাবে সূক্ষ্মরূপে পরীক্ষা নিরীক্ষা করে, তবে সে অবশ্যই তার মনের সুপ্ত শক্তির কারণে স্বীকার করতে বাধ্য যে, ইহা ইসলামী আক্বীদার ঝরনা থেকে তীব্রভাবে পিপাসা মিটিয়েছে"।