- ইবাদাতের মর্ম সামগ্রিক
রাসুল সঃ এরশাদ করেন, যখন কেয়ামত হবে তখন তোমাদের কারো হাতে যদি একটি চারা থাকে তাহলে সে যেন তা রোপণ করে নেয়। (আহমদ বর্ননা করেছেন)
তারা বলল, ইয়া রাসুলাল্লাহ, আমাদের কেউ তার কামবাসনা পূরণ করবে আর এতে তার জন্য সাওয়াব থাকবে?!
রাসুল সঃ বললেন, "বল দেখি, সে যদি ঐ বাসনা হারাম পন্থায় পূরণ করত তাহলে কি তার পাপ হতনা? একই ভাবে যদি হালাল ভাবে সে বাসনা পূরণ করে তাহলে সে সাওয়াব পাবে।" (মুসলিম শরীফ)