- মহাবিশ্বে আপনার অবস্থান কোথায়
"এটি একটি ছায়া পথের বৃহৎ সমগ্রের চিত্র। এর একটিতে বা এক বিন্দুতে অবস্থিত আমাদের সৌর জগত। তবে আমাদের ছায়াপথে আছে ১০০০০০০০০০০০টিরও বেশী সুর্য। আর সূর্য পৃথিবী থেকে ১৩০০০০০ গুন বেশী বড়। আর পৃথিবী তোমার ঘর থেকে –তোমার ঘরের আয়তন যদি ৫০০মিটার হয়- ১০২০১৪৪০০০০০০ গুন বড়। আর তোমার ঘর তোমার থেকে কত গুন বড়?!"
- জুলুম অত্যাচার!!
ইউরোপে দার্শনিকদের এ বিষয়ে আলোচনা সভা হতোঃ নারীর কি পুরুষের প্রাণের মত প্রাণ আছে? তার মানবিয় প্রাণ নাকি পাশবিক প্রাণ? তারা আলোচনায় এ সিদ্ধান্তে পৌঁছে যে, তাদের প্রাণ আছে তবে তা পুরুষের প্রাণের থেকে অনেক স্তর নিচু।
- বাইবেলে যীশু দাবি করেন যে প্রভু এক
তার কাছে একজন লেখক এল, ইতিপূর্বে তিনি তাদেরকে বাক বিনিময় করতে শুনেছেন, দেখতে পেয়েছেন যে, সে সুন্দর ভাবে তাদের জবাব দেয়েছে। আসার পর তাকে জিজ্ঞাস করলেন, কোন উপদেশ সবচেয়ে উত্তম? যীশু তাকে উত্তরে বললেন, হে ইস্রাইল শোন, সর্বোত্তম উপদেশ হল, আমাদের উপাস্য রব একক রব। তাই পূর্ণ হৃদয়ে, পূর্ণ স্বত্বায়, পূর্ণ চিন্তায় পূর্ণ শক্তিতে তাকে ভালবাস, এটাই প্রথম উপদেশ, (মার্ক 12/28-35)
- বাইবেল ক্রুশকে অস্বীকার করে এবং আকাশে উঠিয়ে নেয়াকে সাব্যস্ত করে
"তারা পাথর নিল তাকে নিক্ষেপ করতে। তবে যীশু তাদের ভিতর দিয়েই উপাসনালয় থেকে বেরিয়ে আত্ম গোপন করে এদিক চলে গেলেন।" (ইউহেন্না ৮/৫৯)
"এর পরও তারে তাকে খুঁজল ধরার জন্য তখনও তিনি বেরিয়ে গেলেন।"(ইউহেন্না১০/১৯)
এটা ঘটল যাতে বাইবেলের এ কথা বাস্তবায়িত হয় যেঃ "তার কোন হাড় ভাংবেনা।" (ইউহেন্না ৩৬/১৯)
"যীশু ইনি যে তোমাদের থেকে আকাশে উত্তলিত হয়েছেন।"(দূত গনের ঘটনা গ্রন্থ ১/১১)
- বাছুর তৈরীকর্তা সামেরী
আল্লাহর নবী হারুন আঃ গোবৎস নির্মাতা ও শিরকের আহ্বায়ক হতে পারেন না। নবী রাসুল গন তো আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বায়ক। যে এর ব্যতিক্রম বর্ণনা করবে সে অবশ্যই বিকৃতকারি। এমনি একটি বর্ননা হলঃ "হারুন তাদেরকে বলল, তোমাদের স্ত্রী, ছেলে মেয়েদের কানে যে সব স্বর্ণালংকার আছে সেগুলো খুলে আমার কাছে নিয়ে আস, গোটা জাতী স্বর্নালংকার খুলে হারুনের কাছে নিয়ে আসল। তিনি তাদের থেকে এসব নিয়েগলিয়ে একটি গোবৎস তৈরি করলেন। তখন তারা বলল, ইসরাইল এটাই তোমার উপাস্য যিনি মিসরের জমিন থেকে তোমাকে তুলে এনেছন। (আল খুরুজ ২-৪/৩২)
- ইব্রাহীম খলীল আঃ
ইব্রাহীম খলীল আঃ এর সেজদার স্থান ফিলিস্তিনের খলীল নগরীর মসজিদে ইব্রাহীমে অবস্থিত
- দাম্ভিকতা এবং ইতিহাস বিকৃতি
মধ্যযুগে খৃষ্টানেরা মানবজাতির মাঝে উচ্চ-নিম্ন শ্রেণীতে শ্রেণীবিন্যাস করত। সিফরে কাতবীনে এ ধরণের শ্রেণী বিন্যাসের কথা উল্লেখ আছে। তারা ইহাকে নতুন স্তরে ভাগ করত। তারা বিশ্বাস করত যে, ধর্মযাজকেরা নূহ (আঃ) এর সন্তান সামের বংশধর থেকে, সেনাবাহিনী ও বীরেরা ইয়াফেসের বংশধর থেকে ও গরীব মিসকিনেরা হামের বংশধর থেকে। এমনকি ১৯৬৪ সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ার সিনেটর বার্ড রবার্ট আমেরিকার রাজনীতিতে শ্রেণী বিন্যাসে নূহ (আঃ) এর উক্ত ঘটনাকে তাদের দলিল হিসেবে ব্যবহার করল।
- নবীদেরকে তাচ্ছিল্য করা
নূহ (আঃ) কৃষিকাজ করতেন। তিনি আঙ্গুরের চাষ করতেন। আঙ্গুর থেকে মাদক তৈরি করতেন, তিনি মদ খেতেন ও মাতাল হতেন। তাঁর ছোট ছেলে হাম তাঁকে ভৎসণা করত। একদা মাতাল হলে তিনি উলঙ্গ হয়ে যায়, তখন হামের অন্য দুই ভাই পিতার গায়ে চাদর দিয়ে দেন। যখন তাঁর জ্ঞান ফিরে আসে তখন হাম যা করেছে তা জানতে পেলেন, তিনি হামের সন্তান কিন’আনকে লা’নাত দেন ও বদদোয়া করেন, তিনি বললেনঃ তাঁর বংশধরেরা দাস হবে। তিনি সাম ও ইয়াফেসকে দোয়া করেন। (দশম সিহাহ)
এ ঘটনার ব্যাখ্যায় তালমূদ বাবেলীতে সিনহাদ্রীন অধ্যয়ের ৭০ পৃষ্ঠায় বলা হয়েছে, কিনান বা হাম নূহ (আঃ) কে খাসী করে তাঁর সাথে খারাপ কাজ করত। আল্লাহর নবীদের ব্যাপারে এ ধরণের জঘন্য কাজের অপবাদ দেয়া থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই।
- বৌদ্ধধর্মের অসঙ্গতি
বৌদ্ধরা –কিংবা তাদের কেউ কেউ- ইলাহকে অবিশ্বাস করে দাবী করে যে, বুদ্ধ আল্লাহর পুত্র। তারা আত্মাকে অস্বীকার করে পুনর্জন্মলাভে বিশ্বাস করে।
- অন্যায্য শ্রেণীবিন্যাস
হিন্দু স্তরবিন্যাস নিম্নরূপঃ সাদা স্তর, এতে পরিগণিত হয় ধর্ম গুরু ও পণ্ডিত বর্গ। লাল স্তর, এতে পরিগণিত হয় রাজা বাদশা ও অশ্বারোহীরা। হলুদ স্তর, এতে পরিগণিত হয়, কৃষক ও বণিকরা। কাল স্তর, এতে পরিগণিত হয়, হস্তকলা ও খুদ্র শিল্পজীবীরা। আর পঞ্চম স্তর কিংবা অচ্ছুত স্তর নামে যা পরিচিত এতে পরিগণিত হয় নিন্ম পেশাজীবীরা। উচু শ্রেণী নিচু শ্রেনীকে দাস মনে করে আর নিচু শ্রিনী উচু শ্রেণীর সেবা করে।
- কিন্তু আল্লাহ এক
গবেষকরা পার্থিব সকল ধর্মের উপাস্যদের পরিসংখ্যান করতে গিয়ে হিমশিম খেয়েছেন। প্রাচীন মিশরের উপাস্য হল ৮০০ থেকেও বেশী। হিন্দুদের উপাস্য ১০০০০ থেকেও বেশী। আর উপাস্যের এমন অংশীদারিত্ব ছিল গ্রীসে বৌদ্ধ ধর্মে ও আন্যান্য পার্থিব ধর্মাবলম্বীদের নিকট।
- ফরাসি নারী
"৫৮৬ খৃঃ ফ্রান্সের একটি রাজ্যে সম্মেলন হয়েছিল। এতে নারী নিয়ে আলোচনা হয়েছিল, নারী কি মানুষ না অমানুষ? আলোচনার শেষে তারা সিদ্ধান্ত করে, নারীরা মানুষ তবে তাদের কে সৃষ্টি করা হয়েছে পুরুষের সেবার জন্য। ১৯৩৮ সালে আইন করে রহিত করা হয় নারীদের কিছু আর্থিক লেনদেন নিষেধের আইন। এতে ফ্রান্সের নারীর ইতিহাসে সর্বপ্রথম নিজের নামে ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ পেল নারীরা।"
- তাদের নিকট নারী
ভারতের প্রাচীন ধর্মে রয়েছেঃ মহামারী, মৃত্যু, নরক, বিষ, সাপ, ও আগুন নারী থেকে উত্তম। নারীর বেচে থাকার অধিকার শেষ হয়ে যায় তাঁর মুনিব ও মালিক স্বামীর জীবনাবসানের মাধ্যমে। স্বামীর দেহ যখন দাহন করতে দেখবে তখন সে যদি আগুনে ঝাপিয়ে পড়বে, না হয় সে অনন্ত অভিশাপে নিমজ্জিত হবে।"
- মানব রচিতআইনে নারী
"রোমে নারী বিষয়ক গবেষণার একটি বড় সমাবেশ হয়েছিল । এতে সিদ্ধান্ত হয়, নারী এমন বস্তু যার আত্মা নেই। এই কারণে সে পরকালের জীবন লাভ করবেনা । সে অপবিত্র, তাই তার উচিত গোস্ত না খাওয়া, না হাসা, বরং তার উচিৎ কথা না বলা। এবং তার উচিৎ প্রার্থনা, উপাসনা, ও সেবার মাঝে সময় অতিবাহিত করা। সে সব থেকে তাকে বিরত রাখার জন্য তারা নারীর মুখে লোহার তালা লাগিয়েছিল। উচু থেকে নিচু সব পরিবারের নারীরাই পথে ঘাটে, সকাল সন্ধ্যা, ঘরে বাইরে তালা মুখে রেখে চলাফেরা করত। তাছাড়া শারীরিক নানা নির্যাতন তো ছিলই। কারণ, নারী হল (তাদের দৃষ্টিতে) প্ররোচনার উপকরণ। শয়তান হৃদয়কে কলুষিত করতে নারীকে ব্যবহার করে।"
- সমান অধিকার
"অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্লাব ও ছাত্র পরিষদ গুলোতে ছাত্র ছাত্রীর মাঝে সমতা বিধান করেনি। পরে ১৯৬৪এর ২৬শে জুলাইর একটি সিদ্ধান্তে তা করা হয়। "
- সমুদ্রের মধ্যে একটি বিন্দু
"এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হল, VYCanisMajoris আমাদের থেকে এর দুরুত্ব ৫ হাজার আলোক বর্ষ। সূর্য থেকে ৯২৬১০০০০০০ গুন বড়। অর্থাৎ ৯ বিলিয়ন ২৬১ মিলিয়ন গুন বড়। আর সূর্য পৃথিবী থেকে ১৩০০০০০০ গুন বড়।!!"
- নবী গন শ্রেষ্ঠ মানব
নবী রাসুলদের ব্যপারে কিছু বিকৃতি হল, তারা নেশা করেছেন, ব্যভিচার করেছেন, কিংবা নর হত্যার হুকুম দিয়েছেন। এসব এমন বিকৃতি যা সাধারণ নীতিবান মানুষের ক্ষেত্রে অনুপযুক্ত। আর মহা মানবদের বেলায় তো বলাই বাহুল্য।
তারা হলেন আল্লাহর নবী। দাউদ আঃ এর ব্যাপারে তওরাতে বিবৃত করা হয়, (স্যামুয়েল (2) 11 / 2-26), এবং নূনের পুত্র ইউশার আঃ ব্যপারে (যিহোশূয় 6/24) ), এবং মুসা আঃ ব্যপারে (18 টি ইস্যু 31/14) ইত্যাদি যা আল্লাহর রাসুলদের জন্য উপযুক্ত হয়না. "