ধর্ম এক

ধর্ম এক
সব নবীদের ধর্ম এক। আদম (আঃ) থেকে মুহাম্মদ (সঃ) পর্যন্ত তারা অভিন্ন মতের ধারক। তিনটি আসমানি কিতাব নাজিল হয়েছে। সেগুলো হল, জাবুর, তাওরাত ও কোরআন। তাওরাতের সাথে কোরানের সম্পর্ক হল, জাবুরের সাথে তাওরাতের সম্পর্কের মত। ঈসা (আঃ) এর সাথে মুহাম্মদে (সঃ) এর সম্পর্ক হল, মূসা (আঃ) এর সাথে ঈসা (আঃ) এর সম্পর্কের মত। তবে যা জেনে রাখা দরকার তা হল, কোরআন মানুষের কল্যানে আসমান থেকে অবতীর্ণ সর্ব শেষ কিতাব। আর এর বাহক হলেন শেষ নবী। তাই কোরানের পর আর কোন কিতাব নেই এবং মুহাম্মদ (সঃ) এর পর আর কোন নবী নেই।


Tags: