কোরানের দৃষ্টিতে তাওহীদ ও আমি এক জন খৃষ্টান হিসাবে তৃত্ববাদে বিশ্বাস এ দুয়ের মাঝে বিচারের ক্ষেত্রে আমি নিরুপায় ছিলাম। এর পর দেখত পেলাম যে দ্বিতীয়টি ইসলামের নীতি থেকে অনেক নীচে। ঠিক সেখান থেকে আমি খৃষ্ট ধর্ম থেকে বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। তা এই ভিত্তিতে যে, যে কোন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হল এক আল্লাহর উপর বিশ্বাস। সুতরাং সঠিক ধর্মীয় দৃষ্টিকোন থেকে যদি আল্লাহর প্রতি আমার বিশ্বাস শুদ্ধ না হয় তাহলে এর অর্থ হল, অন্য সব কাজ কর্ম হবে অনর্থক ও বেফায়দা।