- ইসলাম নিরাপত্তা এবং সুরক্ষা
ইহুদীরা ইসলামের পতাকা তলে নিরাপত্তা ও ইনসাফ পেয়েছিল । এতে তারা জুলুম নির্যাতন থেকে আত্ম রক্ষা করেছিল এবং কয়েক শতাব্দী ধরে সাচ্ছন্দে ও স্বচ্ছলতার মাঝে ছিল।
- মানবজাতির সুখ শান্তি
"এ কথা ভুলে যাওয়া উচিত নয় যে, আধুনিক পাশ্চাত্য সভ্যতা মানুষের আত্মতুষ্টিতে ব্যর্থ ও মানুষের শান্তির উপায় আবিষ্কারে বিফল হয়েছে, ফলে মানুষকে দুঃখ দুর্দশা এবং বিভ্রান্তির নরকে ফেলে দিয়েছে। কেননা আধুনিক বিজ্ঞানের প্রচেষ্টা ধ্বংস এবং বিনাশমুখী। এমতাবস্থায় উহা ইসলামী যুগের মত পূর্নাঙ্গতা ও মানব সেবার মাধ্যম হতে অক্ষম। ।
- পাশ্চাত্য সভ্যতার গভীরতা
"কোন ব্যক্তি যদি গভীরভাবে পাশ্চাত্য সভ্যতার মাঝে প্রবেশ করে, এর শাখা-প্রশাখা গুলো যদি সে বুঝে, তাত্ত্বিকভাবে ও ব্যবহারিকভাবে সূক্ষ্মরূপে পরীক্ষা নিরীক্ষা করে, তবে সে অবশ্যই তার মনের সুপ্ত শক্তির কারণে স্বীকার করতে বাধ্য যে, ইহা ইসলামী আক্বীদার ঝরনা থেকে তীব্রভাবে পিপাসা মিটিয়েছে"।